রাজ্যের খবর

ফিক্সড ডিপোজিটের নামে প্রতারণা, কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

Fraud in the name of fixed deposit

The Truth of Bengal: ফিক্সড ডিপোজিটের নামে প্রতারণা। বীরভূমের লাভপুরে লক্ষ লক্ষ টাকা গায়েবের অভিযোগ CSP অপারেটরের বিরুদ্ধে। আর এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ষষ্টীনগর শাখার অন্তর্ভুক্ত এক CSP অপারেটর ও তার স্বামীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠছে। সম্প্রতি লাভপুরের একই পরিবারের তিন জন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই গ্রাহক সেবা কেন্দ্রের তাঁদের কিছু জমানো টাকা ‘ফিক্সড ডিপোজিট’ করতে যান আজ থেকে প্রায় দু মাস আগে 17 ই নভেম্বর2023এ।

লাভপুরের মানিকপুরের মাধবী মন্ডল নামে এক মহিলা অভিযোগ জানিয়েছেন 8ই জুন 2023 তারিখে তার এবং তার পরিবারের অন্য দুই সদস্যের মোট চার লক্ষ আশি হাজার টাকা জমা করে। প্রমাণস্বরূপ তাঁদের একটি রশিদও দেওয়া হয়। পরে যখন তাঁরা ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন, পাসবই আপডেট করে জানতে পারেন, তাঁদের আদৌ কোনও ফিক্সড ডিপোজিটই হয়নি। আর যার ফলে কার্যত নিঃস্ব ঐ পরিবারটি। মাধবী মন্ডল ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, ৭০০০ টাকা করে সুদ দেওয়া‌ হবে প্রতি মাসে, এই প্রলোভন দেখিয়ে তাদের কাছে নেওয়া হয় টাকা।

কয়েকদিন পর নথি চাইলে ব্যাংকে জমা দেওয়ার রশিদ দেয় অভিযুক্তরা। এরপরই অভিযোগ জানিয়ে লাভপুর থানাতে FIR দায়েরও হয়েছে। তদন্ত করে জানা যায়, প্রায় ১০ লক্ষেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধির বিরুদ্ধে। লাভপুরের ব্লকের আধিকারিক এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর সক্রিয় হয়ে ওঠে প্রশাসন। ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধির লাইসেন্সও বাতিল করা হয়েছে।

Related Articles