রাজ্যের খবর

ভোররাতে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি, চাঞ্চল্য এলাকায়

Four rounds were fired at a fishmonger in the early hours of the morning, in Chanchalya area

The Truth Of Bengal,নদিয়া,মাধব দেবনাথ: ভোররাতে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি । গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার গোয়ারী বাজারে। জানা যায় কৃষ্ণনগর নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমির ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে দুই ভাই মাছ ব্যবসা করে। প্রতিদিন তারা কৃষ্ণনগর গোয়ারা বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করে। প্রতিদিনের মতো আজ ভোররাতেও তারা গোয়ারি বাজারে মাছ কিনতে যায়। অভিযোগ উঠে হঠাৎ ওই এলাকার কিছু নামজাদা দুষ্কৃতি তাদেরকে ঘিরে ধরে এবং টাকা চাই। টাকা দিতে অস্বীকার করায় হঠাৎ একটি পিস্তল বের করে ওই দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

প্রথমে একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে। বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষ কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগার কারণে বিশ্বনাথ ঘোষ মাটিতে পড়ে যায়। এরপরেই বন্দুক দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। জানাযায় পরপর চার রাউন্ড গুলি করে অভিযুক্তরা। এরপর চিৎকার চেঁচামেচি এবং গুলির আওয়াজ এর ওই বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরেই রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ ঘোষ কে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বিশ্বনাথ ঘোষ। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে গিয়ে ওই দুই মাছ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ এবং ঘটনার বিবরণ জানতে চাই। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত আটক কিংবা গ্রেফতার হয়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিশ্বনাথ ঘোষ বলেন, আমাদের অভিযুক্তদের সঙ্গে পুরনো কোন শত্রুতা নেই। তবে যারা গুলি চালিয়েছে তারা ওই এলাকার সমাজবিরোধী কাজ করে বেড়ায়। ওরা টাকা চেয়েছিল আমি দিতে অস্বীকার করাতেই এই আক্রমণ করেছে। আমার এবং ভাইয়ের কাছ থেকে ওরা প্রায় ৪০ হাজার নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। আমরা চাই অবিলম্বে প্রশাসন অভিযুক্তকে গ্রেফতার করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। তবে মুখোমুখি এই ঘটনা সমস্তটাই উঠে আসে সিসি ক্যামেরায়।

Related Articles