রাজ্যের খবর

কালবৈশাখীর তাণ্ডবে মৃত চার, রবিবারই জলপাইগুড়ি উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর

Four dead in Kalbaisakhi rampage in Jalpaiguri, Chief Minister expresses regret

The Truth of Bengal: কালবৈশাখীর তাণ্ডবে মৃত চার। মাত্র ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। বহু গাছ উপড়ে পড়ে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ভেঙে পড়ে অসংখ্য বাড়ি। ঘটনার পর খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। মৃত ব্যক্তি জন্য দুঃখপ্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন । তিনি দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। রবিবার বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। আজই জলপাইগুড়ি উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরীভাবে আজ রাতে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ঘূর্ণিঝড়-বিধ্বস্ত মানুষের সঙ্গে দেখা করতে।

যে চার জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দু’জন জলপাইগুড়ি শহরের বাসিন্দা। এক জন গোসালা মোড়ের বাসিন্দা। আর এক জন সেন পাড়া। বাকি দু’জন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দা। রবিবার সাড়ে  তিনটা নাগাদ আসে কালবৈশাখী।

পাশাপাশি মৃত যুবকের সাথে সাথে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই হাসপাতালের কর্মরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কয়েক মিনিটের ঝড়ের দাপটে এভাবে এক যুবকের প্রাণ কেরে নেওয়ায় শোকের ছায়া এলাকায়।আর এই কালবৈশাখীর ঝড়ের খবর পেয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে পৌঁছলেন ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় । এছাড়াও তিনি আহতদের দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ময়নাগুড়ির বার্নিশ এলাকা ঝরে লন্ডভন্ড হয়ে গেছে। আমি সেখানে যাচ্ছি। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এই সময় যাতে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো যায় এবং রাজ্য সরকারকে যেন সেই অনুমতি দেওয়া হয়। যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা সম্ভব হয়।

Related Articles