রাজ্যের খবর

সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির পর চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা

Robbery

The Truth of Bengal: সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করলো রানাঘাট ফাস্ট ট্রাক কোর্ট। নদিয়ার রানাঘাটে নামকরা এক স্বর্ণ বিপননি দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার চার অভিযুক্তকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারা দণ্ডের নির্দেশ দিলো রানাঘাট আদালত।

সূত্রের খবর, গত ২৯ তারিখ রানাঘাট মিশন রোডে একটি সোনার দোকানে ডাকাতি করতে এসে পুলিশ এর হাতে গ্রেফতার হন চার ডাকাত। পুলিশ এর সাথে গুলির লড়াইয়ে মৃত্যু হয় আরও এক ডাকাতের। সেই মামলার শুনানি শেষে বুধবার ছিল সেই মামলার রায়দান। আর সেই মামলার রায় দিতে গিয়ে বুধবার বিকেলে ধৃত চার ডাকাত কে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত।

আর বৃহস্পতিবার এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করতে গিয়ে রানাঘাট ফাস্ট ট্রাক কোর্টের বিচারক ৪ জনকে যাবজ্জীবন কারা দণ্ডের নির্দেশ দেন। অভিযুক্তদের নাম কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাশওয়ান, ছোট্টু পাসোয়ান ও রিক্কি পাসোয়ান।

Related Articles