রাজ্যের খবর

জঙ্গলে অগ্নিকাণ্ড, আতঙ্কিত ডুয়ার্সের বাসিন্দারা

Forest fire, terrorizing residents of Duars

The Truth Of Bengal : জলপাইগুড়ি :  জঙ্গলের শুকনো ঝড়া পাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ডুয়ার্সের মরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি জঙ্গলের ঘটনা। বুধবার বিকেলে স্থানীয় কয়েকজন জঙ্গলের বুক চিরে যাওয়া রাস্তা দিয়ে যাওয়ার পথে জঙ্গলের মধ্যে আগুন দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন বনকর্মীরা।

এদিকে রাজ্যে চলছে তীব্র দাবদাহ যেকারণে মানুষের পাশাপাশি জঙ্গলের বন্যপ্রাণীরাও গরমে হাঁসফাঁস করছে। আর ঠিক এসময় জঙ্গলের জঙ্গলের ঝড়া পাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এরফলে জঙ্গলের কীট পতঙ্গের যেমন ক্ষতি হবে তেমনি বন্যপ্রাণীরাও সমস্যায় পড়তে পারে। উল্লেখ্য এর আগেও একাধিকবার জঙ্গলের ঝড়া পাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এদিন ঝড়া পাতায় আগুন কেউ লাগিয়ে দিয়েছে নাকি অন্য কোনো ভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়।

Related Articles