রাজ্যের খবর

বন্যপ্রাণ রক্ষায় খুদে পড়ুয়ারা! পরিবেশের স্বার্থে সচেতনতার প্রচার 

Forest Awareness

The Truth of Bengal: কোথাও অজ্ঞানতা। কোথাও ভয় ও অসচেতনতা। আবার কোথাও চোরাশিকারের দাপট। দিকে দিকে হত্যা হচ্ছে বন্যপ্রাণী। বিলুপ্তির পথে একাধিক প্রজাতির পশু-পাখি। নিধন হচ্ছে বড় বড় বৃক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বাঁচিয়ে রাখা দরকার সেইসব বন্যপ্রাণ। তাই বছরভর নানা কর্মসূচি নেওয়া হয় মানুষের সচেতনতা বাড়াতে। এবার পশ্চিম বর্ধমানের জঙ্গলমহলে এলাকায় সচেতনতাই নামতে চলেছে স্কুল পড়ুয়ারা।

তার আগে পড়ুয়াদের মধ্যে বন্যপ্রাণ নিয়ে সচেতনতা গড়ার লক্ষ্যে জঙ্গলমহলের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ুয়াদের ঐরাবত নামক বনদফতরের গাড়িতে চাপিয়ে কাঁকসার দেউলে সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। বন্যপ্রাণী হত্যা করলে পরিবেশের কী কী ক্ষতি হতে পারে, সেখানে মূকাভিনয় নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। বৃক্ষ নিধন হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে কতটা ক্ষতি হতে পারে সেই বিষয়গুলিও দেখানো হয়। এরপর ওই পড়ুয়াদের গভীর জঙ্গলে হরিণ, ময়ূরের সামনে নিয়ে যাওয়া হয়। বন্যপ্রাণীদের উত্ত্যক্ত বললে কী ক্ষতি হতে পারে সেই সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয় তাদের।

প্রকৃতির মাঝে বন্যপ্রাণ সম্পর্কে এমন হাতে কলমে জানার সুযোগ পেয়ে খুশি খুদে স্কুলপড়ুয়ারা। এমন উদ্যোগে তারা অনেককিছু জানার সুযোগ পেল।বন্যপ্রাণ বাঁচানো কেন দরকার? সেই ধারণা দেওয়া হল স্কুল পড়ুয়াদের। এবার তাদের কাজে লাগানো হবে সচেতনতা বাড়াতে। খুদে পড়ুয়ারা বোঝালে মানুষ সহজেই সচেতন হবে। তাতে বাঁচবে বন্যপ্রাণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ বনদফতরের।

Free Access

Related Articles