
The Truth of Bengal: পূর্ব মেদিনীপুর জেলার পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে ভাইফোঁটার অনুষ্ঠানে বিদেশীদের ঢল। আশ্রমের প্রাক্তন আবাসিকরা বর্তমান আবাসিকদের ভাইফোঁটা দিতে এসেছিলেন। এক আনন্দঘন পরিবেশের মধ্যে উৎসবে মেতে ওঠেন সকলেই। আর বিদেশীদের উপস্থিতি অন্য মাত্রা এনে দেয় অনুষ্ঠানকে।
ভাই বোনের মঙ্গল কামনায় ভাইফোঁটা। পূর্ব মেদিনীপুর জেলার পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে ভাইফোটার অনুষ্ঠানে উঠে এলো অভিনবত্ব। অনাথ আশ্রমে বড় হওয়া বোনেরা ভাইফোঁটার দিন ছুটে আসেন আশ্রমে। সেখানকার আবাসিকদের ফোটা দেন তারা। বিবাহিত বোনেরা পরিবার নিয়ে চলে আসেন ভাইফোঁটার অনুষ্ঠানে।
ধুমধাম করে হয় ভাই ফোটার আয়োজন।এবার ভাই ফোঁটায় অংশ নিয়েছিলেন বিদেশিরাও। তারাও মেতে ওঠেন ভাইফোঁটার অনুষ্ঠানে। এক অন্যরকম পরিবেশ তৈরি হয় অনুষ্ঠান ঘিরে। ভাইদের হাতে তুলে দেয়া হয় উপহার। আনন্দে উল্লাসে এই অনাথ আশ্রমের ভাইফোঁটায় মেতে ওঠেন সকলে।
Free Access