সাতসকাল থেকে বিভিন্ন দোকানে ফুড সেফটি ডিপার্টমেন্টের হানা
Food Safety Department raids various shops from 7 am

Truth Of Bengal: বীরভূমের সাঁইথিয়া থানার আমোদপুর এলাকায় মিষ্টির দোকান সহ বিভিন্ন রেস্টুরেন্ট হানা ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসাররা। প্রসঙ্গত বেশ কিছুদিন আগে সিউড়ির বেশকিছু দোকানে থানা দিয়ে প্রচুর পরিমাণে পচা বাসি খাবার উদ্ধার হয়। সেইকারণে বিভিন্ন দোকানে দোকানে গেলেন ফুট সেফটির ডিপার্টমেন্টের আধিকারিকরা।
সেইসঙ্গে সতর্ক কিছু দোকানদারকে সতর্ক করা হয়েছে যাতে না কোন নষ্ট হওয়া খাবার আমজনতাদের কাছে বিক্রি করা না হয়। সেই সঙ্গে তল্লাশিতে নেমে বেশ কিছু রেস্টুরেন্ট সহ নামিদামি মিষ্টির দোকানগুলি থেকে প্রচুর পরিমাণে পচা খাদ্য সামগ্রী সহ খাদ্য সামগ্রীতে ব্যবহৃত ভেজাল রং উদ্ধার করেছে ফুট সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা।
সেইসঙ্গে যে মিষ্টির দোকানে প্রচুর পরিমাণে বাসন্তী রং উদ্ধার হয়েছে সেখানকার দোকানের কর্মচারীকে কান ধরে উঠবস করালেন ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসার প্রসেনজিৎ বটব্যাল। একথায় বলা যায়, আমজনতাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন।