রাজ্যের খবর

গণবণ্টনের ডিলার নিয়োগে অভিযোগের কথা খোদ অধ্যক্ষের-আশ্বাস খাদ্য মন্ত্রীর

Food Minister assures that the principal himself is the one who complained about the appointment of dealers in the public distribution organization

Truth Of Bengal: জয় চক্রবর্তী: গন বন্টন ব্যবস্থায় ডিলার ও ডিস্ট্রিবিউটর নিয়োগ করা নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে। উঠে এলো রাজ্য বিধানসভার অধিবেশনে প্রথম পর্বে। বিষয়টি নিয়ে প্রশ্ন-উত্তর পর্বে উঠৈ এল অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কান্দির বিধায়ক অপূর্ব সরকার অভিযোগ করেন একই পরিবারের একাধিক জনকে গণবণ্টন ব্যবস্থায় ডিলার ও ডিস্ট্রিবিউটরসিপ পেয়েছে।

এই সময় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এমন অনেক অভিযোগ তার কাছেও এসেছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যম দিয়ে গন বন্টন ব্যবস্থায় ডিলার ও ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্য বিধানসভার অধিবেশনে।

Related Articles