রাজ্যের খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, খোলা আকাশের নিচে ক্লাস করছে খুদেরা

Flood-damaged schools, students are taking classes under the open sky

Truth Of Bengal: বন্যায় জলের তোড়ে ভেঙ্গে পড়েছে খানাকুলের ঠাকুরানিচক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিং। ঠিক তিন বছর পর এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের পুরনো বিল্ডিংও। বিল্ডিংয়ের পিছনের দিকে পলেস্তারা খসে পড়ছে। দেওয়ালে ধরেছে ফাটল।

এই পরিস্থিতিতে স্কুলের বারান্দায়, কখনও স্কুল প্রাঙ্গণে থাকা মাঠে খোলা আকাশের নীচেই চলছে খুদে পড়ুয়াদের ক্লাস। কারণ দুটি মাত্র ক্লাসরুমে ছ’টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস করানো সম্ভব নয়। ফলে ঝুঁকি নিয়ে পুরনো বিল্ডিংয়ে চলছে ক্লাস। খুদে পড়ুয়াদের স্কুলে পাঠিয়ে রীতিমতো আতঙ্কে থাকেন অভিভাবকরা। অনেক অভিভাবক আবার স্কুল ছাড়িয়ে অন্য স্কুলেও পড়ুয়াদের ভর্তি করেছেন। কারণ স্কুলের নতুন বিল্ডিং থেকে বাথরুম ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে।

এই মুহূর্তে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৯১। পুরনো বিল্ডিং-এ  ক্লাসরুমের সংখ্যা মাত্র দুটি। ফলে ছ’টি শ্রেণীর ক্লাস করাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে  স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের অভিযোগ, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই ক্লাস করাতে হচ্ছে। এতদিন পরেও কোনও ব্যবস্থা না হওয়ায় ক্ষুব্ধ অভিভাবক। তবে প্রশাসনের তরফে দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles