Lok Sabha Election 2024: সুস্থ হওয়ার পর নদিয়ায় প্রথম সভা কৃষ্ণনগরে, প্রস্তুতি তুঙ্গে
Lok Sabha Election 2024: First meeting in Nadia after recovery in Krishnanagar, preparations are in full swing

The Truth Of Bengal: নদীয়া, মাধব দেবনাথ : সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে সমস্ত রাজনৈতিক দল প্রচারে ব্যস্ত। এমতাবস্থায় তৃণমূলের সর্বস্তরের নেতা- কর্মী – সমর্থকেরা অপেক্ষা করে রয়েছেন, কবে দলনেত্রী নিজে নামবেন প্রচারের ময়দানে। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ! নদীয়ায় নির্বাচনী জনসভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন থেকেই প্রশাসনিক তৎপরতা একেবারেই তুঙ্গে।
আগামী ৩১ শে মার্চ নির্বাচনী প্রচারের প্রথম জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জনসভা হবে নদীয়ার ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে বেলা বারোটায়। তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষী সহ জেলা ব্লক এবং রাজ্য স্তরের নেতা সহ জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা মাঠ পরিদর্শন করলেন এবং বৈঠক করলেন।
তৃণমূলের দলীয় সূত্রে খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাঠ থেকে হয়তো তৃণমূলের প্রার্থী লোকসভায় এবার মহুয়া মৈত্রকে নিয়েই বিরোধী দলগুলোকে কটাক্ষ করতে পারে। কারণ মহুয়া মৈত্র কে সাংসদ পদ থেকে বহিষ্কৃত করার পর তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে সিবিআই জেরার মুখে পড়তে হয়েছিল। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। হয়তো সেই বিষয় নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী ধুবুলিয়ার এই জনসভা থেকে বিরোধী দলগুলোকে কটাক্ষ করতে পারে এমনটাই দাবি করছেন দলীয় নেতা। তবে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম নির্বাচনি জনসভা করতে চলেছেন, তাও আবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে। তবে শুধু আজকে থেকে নয়, যতদিন না পর্যন্ত নদীয়ার ধুবুলিয়ায় মুখ্যমন্ত্রীর জনসভা সমাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হবে গোটা ধুবুলিয়া।