রাজ্যের খবর

গোটা ক্যালেন্ডার মুখস্ত খুদের, প্রথম শ্রেণির পড়ুয়ার অদ্ভুত মেধা

Bankura Wonder Kid

The Truth of Bengal: গোটা ক্যালেন্ডার মুখস্ত। যে কোনও তারিখ বলে দিলেই সেই দিনে কী বার ক্যালেন্ডার না দেখে তা নির্ভুল বলে বলে দিতে পারে এই খুদে। খুব অল্প সময়ের মধ্যে সবকিছু গড়গড় করে বলে দিতে পারে। কোনও ভুল হয় না। এমন অদ্ভুত মেধার অধিকারী বাঁকুড়ার দীপায়ন পাত্র। সেন্ট মাইকেলস স্কুল প্রথম শ্রেণির ছাত্র দীপায়ন। এত ছোট বয়সে দীপায়নের কীভাবে তৈরি হল ক্ষুরধার স্মৃতিশক্তি?

দীপায়ন এর মা তপতী পাত্র জানান, কীভাবে এই গুন রপ্ত করেছে তাঁর সন্তান তা নিজেও জানেন না। তবে ক্যালেন্ডারের প্রতি একটা আলাদা টান রয়েছে দীপায়নের। ক্যালেন্ডার দেখে দেখে নিজেই রপ্ত করেছে এই মেধা। ২০২১- ২০২৩ সাল পর্যন্ত ক্যালেন্ডারের যে কোনও তারিখ বলে দিতে সেই তারিখে কী বার তা বলে দিতে পারে। দীপায়ন পড়াশোনাতেও তুখোড়।

ক্যালেন্ডারের তারিখ বা বার নয় অমাবস্যা কিংবা পূর্ণিমা, কোনও দিন কোন পুজো সব বলে দিতে পারে। নিজে নিজে ক্যালেন্ডার দেখে অভাবনীয় স্মৃতিশক্তি অর্জন করেছে দীপায়ন।এখনও পর্যন্ত তিন বছরের ক্যালেন্ডার রপ্ত করেছে দীপায়ন। ধীরে ধীরে আরও বাড়বে তার পরিসর। দীপায়নকে ঘিরে এখন এমনই নানারকম স্বপ্ন দেখছে তার পরিবার।

Related Articles