রাজ্যের খবর
নদিয়ায় কল্যাণীতে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Firearms and ammunition recovered at Kalyani in Nadia, Chanchalya area

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ ঃ গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার অন্তর্গত সুকান্তনগর ও তালতলা এলাকায় অভিযান চালিয়ে দেশী আগ্নেয়স্ত্র এবং গুলি সহ দুই যুবককে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি দেশী বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ।
অভিযুক্তদের, শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে, এই চক্রের সাথে কে বা কারা যুক্ত তার তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে এমনটাই পুলিশ সূত্রে খবর। এই সম্পূর্ণ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।