রাজ্যের খবর

শিলিগুড়িতে স্কুল ভ্যানে অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা

Fire breaks out in school van in Siliguri! Students narrowly escape

Truth Of Bengal: শিলিগুড়ির দেবিডাঙ্গা এলাকায় স্কুল ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল স্কুল পড়ুয়ারা।জানা গিয়েছে , এদিন শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারী স্কুলের ছাত্রদের নিয়ে বাড়ির উদ্দ্যেশ্যে যাচ্ছিল স্কুল ভ্যান। ঠিক সেই সময় দেবীডাঙ্গা এলাকায় পৌঁছাতে স্কুল ভ্যান আগুন ধরে যায়। এই দেখে চালক কোন রকমে স্কুল ভ্যানটি দাঁড় করিয়ে দেয়। কোনমতে ছাত্র-ছাত্রীদের নামিয়ে দেয় চালক। এরপরেই দাউদাউ করে জ্বলতে থাকে স্কুল ভ্যানটি। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় দমকল।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকলের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। অপরদিকে স্কুল ভ্যানে আগুন লাগার কথা শুনে ঘটনাস্থলে ছুটে যান ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

যদিও ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ স্কুলের তরফ থেকে ভালো গাড়ি দেওয়ার কথা থাকলোও, কোনো রকমে চলে সেরকম গাড়ি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এখনও স্কুল কর্তৃপক্ষের তরফে থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে এই ঘটনায় কোন ছাত্র-ছাত্রী ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে স্কুলের তরফ থেকে।

Related Articles