রাজ্যের খবর

জিরাট টোল প্লাজায় একটি লরিতে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়

Fire breaks out in a lorry at Zirat Toll Plaza

Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : এসটিকেকে রোডে শনিবার মধ্যরাতে ছয় চাকার একটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। জিরাটের বড়াল মোড়ের কাছে নির্মীয়মান টোল প্লাজার ডাউন লেনের ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লরিটি। কালনার দিক থেকে ত্রিবেণীর দিকে যাচ্ছিল। এরপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান গাড়িটিতে আগুন জ্বলছিল।ব্রেক মারার পরে ড্রাইভার আগুন লক্ষ্য করলে গাড়ি থেকে পালিয়ে যায়। আগুন লেগে যাওয়ার ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে এসটিকেকে রোডের এক অংশের যান চলাচল।

নির্মীয়মান টোল প্লাজার ম্যানেজার গিয়াসউদ্দিন খান বলেন, গতকাল রাতে আমার নাইট ডিউটি ছিল হঠাৎ দেখতে পায় একটি লরি এসে দাঁড়িয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। কর্তব্যরত পুলিশের কর্মিরা দমকলে খবর দেয়। দ্রুততার সাথে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘক্ষণ পর আগুন নেভানো হলে হাইড্রা মেশিন দিয়ে ডাউন লেন খালি করে দেওয়া হয়।

টোল প্লাজার মিস্ত্রি ভুবন কয়েল বলেন, সারাদিন পরিশ্রমের পর রাত্রি বেলা যখন ঘুমাচ্ছি তখন অন্য গাড়ির চালকরা এসে জানায় টোল প্লাজায় আগুন লেগেছে।বাইরে বেরিয়ে দেখি একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে।।।

Related Articles