উত্তরপাড়ায় রেস্তোরাঁয় আগুন, গাফিলতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ
Fire at restaurant in Uttarpara, strict action ordered against negligence

Truth of Bengal: বৃহস্পতিবার রাত প্রায় নটা নাগাদ উত্তরপাড়া শহরের গৌরী সিনেমা হল মোড়ে একটি রেস্তোরাঁর মিটার ঘরে হঠাৎ আগুন লেগে যায়। আগুনটি দ্রুত রেস্তোরাঁর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, তবে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় বড় কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু একাধিক গাফিলতির কারণে আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রেস্তোরাঁটির এমার্জেন্সি এক্সিটে দীর্ঘদিন ধরে তালা লাগানো ছিল। এমনকি গ্যাস সিলিন্ডারও রাখা ছিল ওই এক্সিটের কাছেই, যার ফলে যদি আগুন সেখানে পৌঁছাত, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত।
এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং ব্যবসায়ীদের উপর কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “আর্থিক লাভের জন্য ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে খেলছে।” এছাড়াও, সমস্ত হোটেল ও রেস্তোরাঁর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য প্রশাসনকে সাত দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, এলাকার বাসিন্দারা আরও সতর্কতা ও নজরদারি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা যায়।