রাজ্যের খবর

মাধ্যমিকে রাজ্যে পঞ্চম, চিকিৎসক হওয়ার স্বপ্ন দীপ্তজিতের

Fifth in the state in Madhyamik, Deeptajit dreams of becoming a doctor

Truth Of Bengal: সৌগত রায়, হুগলি: আবারও প্রমাণ হলো, মেধা ও পরিশ্রম একসঙ্গে থাকলে কোনো বাধাই বড় হয়ে দাঁড়াতে পারে না। ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করে হুগলির গর্ব হয়ে উঠেছে দীপ্তজিৎ ঘোষ।

দীপ্তজিতের বাড়ি হুগলির খন্যানের ইটাচুনা মাখালডি গ্রামে। এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই ছাত্রের সাফল্য যেন অনেক ছাত্রছাত্রীর কাছে এক অনুপ্রেরণা। তার বাবা তরুণ কুমার ঘোষ একজন প্রাইভেট শিক্ষক এবং পাশাপাশি চাষের কাজও করেন। মা দীপালি ঘোষ গৃহশিক্ষিকা। ছেলের এই অনবদ্য কৃতিত্বে গর্বিত দুই অভিভাবকই।

দীপ্তজিৎ ছোটবেলা থেকেই একনিষ্ঠ ও পরিশ্রমী ছাত্র। স্কুলে বরাবরই প্রথম স্থান অধিকার করত। তার মধ্যে ছিল পড়াশোনার প্রতি এক গভীর নিষ্ঠা ও আগ্রহ। মা দীপালি ঘোষ জানান, “আমরা কোনোদিন ওকে পড়তে বসতে বলিনি। ও নিজে থেকেই পড়াশোনা করত। আজকের এই সাফল্যে খুব ভালো লাগছে।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দীপ্তজিৎ জানিয়েছে, “আমি বড় হয়ে একজন চিকিৎসক হতে চাই। মানুষের পাশে থাকতে চাই, তাদের সেবা করতে চাই।” পরিবারের সীমিত সামর্থ্যের মধ্যেও দীপ্তজিতের এই সাফল্য প্রমাণ করে, ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিকূলতাই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

স্কুলের শিক্ষকরাও দীপ্তজিতের এই কৃতিত্বে আনন্দিত ও গর্বিত। তারা মনে করছেন, দীপ্তজিতের এই ফলাফল শুধু স্কুল নয়, গোটা হুগলির মুখ উজ্জ্বল করেছে। এখন দীপ্তজিতের স্বপ্ন কোনও নামী প্রতিষ্ঠানে পড়ে একজন দক্ষ চিকিৎসক হওয়া। তার এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, সমাজের প্রতিও এক বার্তা—পরিশ্রম ও অধ্যবসায়ের ফল কখনো বিফলে যায় না।

Related Articles