রামনগরে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কবিপ্রণাম অনুষ্ঠানে উৎসবের আবহ
Festive atmosphere at Kavipranam ceremony marking Rabindra's birth anniversary in Ramnagar

Truth of Bengal: ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে অনুষ্ঠিত হলো এক গৌরবোজ্জ্বল সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কবিপ্রণাম’। রবি তীর্থের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান রবীন্দ্রভাবনায় আবিষ্ট করে তুলল সমগ্র রামনগরবাসীকে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রামনগর বিধানসভার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান। সেই সঙ্গে নৃত্য, গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হয় কবিগুরুর প্রতি। অনুষ্ঠানটিকে ঘিরে শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ, শিক্ষক অশোক প্রধান সহ আরও অনেকে। বক্তৃতায় তাঁরা কবিগুরুর জীবনদর্শন, শিক্ষা ও সাহিত্যভাবনার গুরুত্ব তুলে ধরেন।
বিশ্বকবির জন্মদিনে স্মরণ করা হয় তাঁর অবদান—তিনি শুধু ভারতীয় জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ রচয়িতা নন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনাতেও তাঁর অবদান রয়েছে। তাঁর লেখা ২,২০০-রও বেশি গান এবং প্রায় ৩,০০০ চিত্রকর্ম বিশ্বজুড়ে শিল্প ও সাহিত্যের অনন্য নিদর্শন। শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজও তাঁর স্বপ্ন ও আদর্শ বহন করে। এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথকে জানার, বুঝবার এবং তাঁর চেতনাকে হৃদয়ে ধারণ করার পথ দেখায়।