
The Truth of Bengal: কৃষিপ্রধান জেলা হিসেবে পরিচিত হুগলি জেলা। এই জেলার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে বহু চালকল। সেই চাল এফসিআই গোডাউনে সাপ্লাই করেন রাইস মিল মালিকরা। গোঘাটের এলাকার মিল মালিকদের চাল সাপ্লাই করতে অসুবিধা সম্মুখীন হতে হতো। খরচও বেশি বহন করতে হতো। সেই সমস্যা এবার দূর হল। এবার ভাদুর অঞ্চলের ভিকদাস এলাকায় শস্য গোডাউন তৈরি হয়েছে। প্রায় ১০ হাজার মেট্রিক টন শস্য রাখার গোডাউন তৈরি করা হয়েছে এখানে।
এই গোডাউন তৈরি হওয়ার ফলে একদিকে যেমন রাইস মিলের মালিকরা উপকৃত হবেন, তেমনই এলাকার শ্রমিকরা এখানে কাজ পাবেন। এই শস্যভাণ্ডার ঘিরে কর্মসংস্থানের একটা দিশা খুলে গেল বলে মনে করছেন এলাকার লোকজন। তাই সবাই খুব খুশি। এই বিষয়ে মহকুমার রাইস মিল মালিকদের সংগঠনের সভাপতি সুনীল ঘোষ জানান, গোডাউনটি শুরু হওয়ার ফলে বহু রাইস মিলের মালিকদের সুবিধা হবে। নিজেদের মিলে উৎপাদিত চাল সহজেই তাঁরা এই গোডাউনে পাঠিয়ে দিতে পারবেন।
আরামবাগ মহকুমায় প্রায় ৫৮টি রাইস মিল রয়েছে। এতদিন এখানে উৎপাদিত চাল পাঠাতে হতো দূরের এফসিআই গোডাউনে। এবার নিজেদের এলাকায় সরকারি শস্যভাণ্ডার গড়ে ওঠায় মিল মালিকরা সহজেই সেখানে চাল পাঠাতে পারবেন। কৃষিপ্রধান এলাকার অর্থনৈতিক মানচিত্রে আরও বদল আসবে এই শস্যভাণ্ডারের হাত ধরে। বাড়বে কর্মসংস্থান।