রাজ্যের খবর

পারিবারিক বচসার জেরে নিজের ছেলেকেই খুন বাবার! অবাক করা ঘটনা ডুয়ার্সে

Father kills his own son over family dispute! Surprising incident in Dooars

Truth Of Bengal: পারিবারিক বচসার জেরে নিজের ছেলেকেই খুন করলেন বাবা! এমনই এক হৃদয়বিদারক ঘটনার দেখা মিলল ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চিলোনি চা বাগানে। সূত্রের খবর, মৃত ছেলের নাম সমির চিক বাড়াইক।

অন্যদিকে ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার বাবার নাম, বেজনাথ চিক   বড়াইক। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা থেকে বাবা ও ছেলের বচসা শুরু হয় বাড়িতে। সেসময় বাবা রেগে গিয়ে চা-বাগানের ঝুর্নি থেকে একটি দা তুলে নিয়ে আসে। এরপরই সজোরে সেই দা দিয়ে গলায় কোপ বসিয়ে দেয়। দায়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে সমীর।

এরপর এই খবর জানাজানি হতেই স্থানিয়েরা সাথে সাথে ওই ছেলেটিকে রাতেই গুরুতর আহত অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই বাবাকে গ্রেফতার করে মেটেলি থানার পুলিশ। এদিন ধৃত বাবাকে আদালতে পাঠায় পুলিশ। তবে কি নিয়ে বচসা এবং কেন বা খুন করল বাবা তার ছেলেকেই সেই সকল বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles