রাজ্যের খবর

পাটক্ষেতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কৃষক

Farmer arrested for allegedly raping housewife after finding her alone in jute field

Truth Of Bengal: মণ্টু সাহাজী, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত বড় বাঁকড়া এলাকায় ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। পাট নিংড়াতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় গ্রামেরই বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বছর ৩২-এর এক গৃহবধূ প্রতিদিনের মতো মাঠে পাট নিংড়াতে গিয়েছিলেন। বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি বিল বল্লির মাঠে একা থাকার সুযোগ নিয়ে পাশের গ্রামের বাসিন্দা, বছর ৪৩-এর কৃষক আমিরুল গাজী তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। গৃহবধূ কিছুটা ধস্তাধস্তির পর অচেতন অবস্থায় বাড়ি ফিরে আসেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তিনি তাঁর বাবাকে পুরো ঘটনা জানান।

এরপর নির্যাতিতার বাবা শনিবারই স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত আমিরুল গাজীকে রাতেই গ্রেফতার করে। অভিযুক্তকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এদিকে আক্রান্ত গৃহবধূকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক ও মানসিক সুস্থতার দিকে নজর রাখা হচ্ছে।

এই ঘটনার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্যাতিতার অভিযোগকে গুরুত্ব দিয়ে কেস রেকর্ড করা হয়েছে এবং তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবেই চালানো হবে।

Related Articles