বিদ্যুৎ ছাড়াই চলবে ফ্যান! দাবি ফ্যান প্রস্তুতকারক সংস্থা টিফোজর
Fan manufacturer Tifozor claims that fans will run without electricity

Truth Of Bengal: বিদ্যুৎ ছাড়াই চলবে ফ্যান! এরকমই একটি ফ্যান বাজারে নিয়ে এলো হুগলির অন্যতম ফ্যান প্রস্তুতকারক সংস্থা টিফোজ। “বাংলার পাখা বাংলার হাওয়া” এই বার্তা দিতেই সংস্থা গত কয়েক বছর ধরে নিত্যনতুন ফ্যান আবিষ্কার করে চলেছে। যার মধ্যে অন্যতম বিদ্যুৎ বিহীন ফ্যান। একই সাথে জ্বলবে আলো।
শুক্রবার শ্রীরামপুরে এক অনুষ্ঠান ভবনে যার সূচনা করেন রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যান প্রস্তুতকারক সংস্থার অন্যতম কর্ণধার শান্তনু ঘোষ। ফ্যান বন্টনকারী সংস্থার আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্টরা।
একই সাথে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, খুব তাড়াতাড়ি তারা বাজারে আনতে চলেছে পোর্টেবেল এসি যার তুলনামূলক কম দাম হবে। এই এসি যেমন বহন করতে সুবিধা হবে তেমনি সাশ্রয় হবে বিদ্যুতের। সূচনার এই অনুষ্ঠানেই ক্রেতাদের থেকে ভালো সাড়া মিলেছে। স্বাভাবিক ভাবেই খুশি প্রস্তুতকারক সংস্থার আধিকারিকরা।
রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন, এই অত্যাধুনিক ফ্যান বাজারে প্রভাব ফেলবে। সংস্থার অত্যাধুনিক ফ্যান তৈরির ভাবনায় ক্রেতারাও খুশি।