রাজ্যের খবর

রিষড়ায় পূর্ণমকে স্বাগত জানিয়ে ব্যান্ড পার্টি নিয়ে শোভাযাত্রা পরিজন ও প্রতিবেশীদের  

Family and neighbors gather for a procession with a band party to welcome Purnima in Rishara

Truth Of Bengal: হুগলির রিষড়া বাগখাল এলাকায় বিএসএফ জওয়ানকে স্বাগত জানাতে ‘ওয়েলকাম’ (স্বাগত) লেখা গেট বাঁধা হয়েছে। হুডখোলা একটি গাড়ি সাজানো হয়েছিল পাক সেনার হাতে তিন সপ্তাহ বন্দি থাকার পর দেশে ফেরা পূর্ণমের জন্য। ব্যান্ড পার্টি নিয়ে বাগখাল থেকে র‍্যালি করে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। আলো দিয়ে সাজানো হয়েছে পূর্ণমদের বাসভবন ‘সাউ সদন’। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদের ভিড়ে উৎসবের মেজাজ বিএসএফ জওয়ানের বাড়িতে। রাঁধুনি ডেকে চলছে রান্নাবান্না। তবে আজ সমস্ত পদ নিরামিষ হবে। জওয়ানের জন্য আনা হয়েছে কেক। তার পর থাকছে তাঁর প্রিয় লুচি-তরকারি।

বাড়িতে পূর্ণমের স্ত্রী বলেন, ‘‘এত দিন পরে ও বাড়ি ফিরবে, খুব ভাল লাগছে। কিন্তু ওর কাছে ফোন না থাকায় কথা বলতে পারিনি। ঠিক কখন ফিরছে, জানি না। দশ দিন আগে আমরা জেনে গিয়েছিলাম ভারতে ফিরেছে। আজ বাড়ি ফিরলে ওর প্রিয় লুচি-তরকারি, দই-মিষ্টির আয়োজন হবে। কেক কাটা হবে। আজ একাদশী, তাই কোনও আমিষ রান্না হবে না বাড়িতে। মাংস হবে রবিবার।’’

দেশে ফেরার ৯ দিন পর নিজের বাড়ি ফিরলেন পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান। শুক্রবার বিকেল সাড়ে চারটের পর হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছন পূর্ণম কুমার সাউ। বাড়িতে অপেক্ষায় তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী।

পূর্ণমের বাবা এবং রিষড়া পুরসভার চেয়ারম্যান হাওড়া স্টেশনে পূর্ণমকে স্বাগত জানাতে যান স্টেশনে। তাঁকে জাতীয় পতাকা এবং ফুলের তোড়া দিয়ে বীর জওয়ানকে অভ্যর্থনা জানান। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে পূর্ণম বলেন, “আপনাদের প্রার্থনায় ফিরতে পারলাম।” এদিকে, রিষড়ার বাড়ির সামনে লোকে লোকারণ্য। ঠিক যেন অকাল দীপাবলির আবহ। বৈদ্যুতিন আলো, প্রদীপে সাজানো হয়েছে গোটা বাড়ি। আনা হয়েছে কেক। চলছে জোর রান্নাবান্নাও।

 

Related Articles