রাজ্যের খবর

মহিলাদের দিয়ে মিথ্যে অভিযোগ দায়ের, রেখা পাত্রদের ‘পুরস্কৃত’ হওয়ার গল্প, নকল চিত্রনাট্যের পর্দা ফাঁস

False complaints filed by women, stories of Rekha Patras being 'rewarded', fake screenplays leaked

The Truth of Bengal: প্রথমে রেখা পাত্র। পুলিশের কাছে প্রথম অভিযোগ নিয়ে আসেন। তারপর এক এক করে আরও অনেক মহিলা। সন্দেশখালির মহিলাদের  সম্ভ্রম ভূলুন্ঠিত, তারা ভীত সন্ত্রস্ত – এমন আবহ ছড়িয়ে পড়ে জেলা ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ। এমন প্রচার বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সন্দেশখালির ঘরে ঘরে ধর্ষিতা। কেউ নিরাপদ নন। সেখানকার মহিলাদের তৃণমূল কার্যালয়ে ডেকে এনে রাতের পর রাত  আটকে রেখে নির্যাতন চালানো হতো এমন অভিযোগে তোলপাড় হয় দেশ। ২৪ এর লোকসভা নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির হাতিয়ার এই সন্দেশখালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে এসে এই ইস্যুতে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। প্রকাশ্যে এসেছে একটি স্টিং অপারেশন ভিডিও। আর এক ভিডিওতেই পর্দা ফাঁস।

সরাসরি সামনে এসেছে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি। প্রকাশ্যে এসেছে রাজনৈতিক ষড়যন্ত্রের চিত্রনাট্য। বিজেপি নেতাদের স্বীকারোক্তি পুরোটাই সাজানো। মহিলাদের মুখ দিয়ে বলানো হয়েছিল ধর্ষণ থেকে শ্লীলতাহানির কাহিনী। যেমন স্বীকার করে নিয়েছেন জবা সিং নামে সন্দেশখালির এক মহিলা। ভাইরাল হওয়া ভিডিওতে জবা সিং বলছেন, পুলিশের কাছে অভিযোগে কী বলতে হবে তাও শিখিয়ে পরিয়ে দেওয়া হয়েছিল। গ্রাউন্ড জিরো থেকে আমরা তুলে এনেছিলাম এমন অনেক মহিলার বক্তব্য যেখানে তারা জানিয়েছিলেন এমন কোন ঘটনা ঘটেইনি সন্দেশখালিতে।

ধর্ষণ বা শ্লীলতাহানির মত ঘটনার কোনো বাস্তবতা নেই। এই নকল চিত্রনাট্যে অংশ নিয়ে অনেকেই হয়েছে লাভবান। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে  প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। হাতে গরম পুরস্কার! যে রেখা পাত্র প্রথম পুলিশের কাছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিলেন  দলের সব দাবিদারকে পিছনে ফেলে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল সন্দেশখালির ঘটনা সাজানো। এরমধ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে  তা যেন জানান দিয়ে যাচ্ছে  তৃণমূলের দাবির সারবত্তা।

Related Articles