ভুয়ো কল সেন্টারে চলত রমরমিয়ে ব্যবসা, পুলিশি অভিযানে গ্রেফতার ৪
Fake call centre busted in Kolkata, 4 arrested

Truth of Bengal: ভুয়ো কল সেন্টারের আড়ালে চলছিল প্রতারণা চক্র। আবারও শহরের বুকে ভুয়ো কল সেন্টারের মিলল হদিস। সল্টলেকের সেক্টর ফাইভে অফিস খুলে বিদেশি নাগরিকদের টেক সাপোর্টের নামে প্রতারণা করা হচ্ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে ভুয়ো কল সেন্টারের এমডি, ম্যানেজার এবং দুজন কর্মী।
পুলিশ সূত্রে খবর, একটি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযুক্তদের কাছ থেকে কোন কিছু উদ্ধার হয়েছে কিনা তা এখন সামনে আসেনি। সূত্র অনুযায়ী, সেক্টর ফাইভের এক অফিস থেকে বিদেশি নাগরিকদের সঙ্গে টেক সাপোর্টের নাম করে প্রতারণা করা হচ্ছিল। তদন্তে নেমে পুলিশ সংশ্লিষ্ট অফিসের খোঁজ পায় এবং সেখানে হানা দিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে আর কারা এই ভুয়ো কলসেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে খবর।
এই প্রথম নয় এর আগেও লেক টাউন থানা এলাকার শ্রীভূমিতে একটি বাড়ি থেকে এমন এক প্রতারণা চক্রের হদিস পাওয়া গিয়েছিল। সেই সময় তল্লাশিতে নেমে সামনে আসে ২৮-২৯টি ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে আন্তর্জাতিক কল সেন্টারে ছদ্মবেশে ফিনল্যান্ড ও ফ্রান্সের আইপি অ্যাড্রেস ব্যবহার করে অস্ট্রেলিয়ান নাগরিকদের টার্গেট করে প্রতারণা চালানো হত। এবার একই ধরনের কার্যকলাপের হদিস মিলল সেক্টর ফাইভে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। ধৃতদের জেরা করে আরও কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা চলছে। শহরে ক্রমশ বাড়তে থাকা ভুয়ো কল সেন্টারের রমরমায় চিন্তিত প্রশাসন।