রাজ্যের খবর

নন্দীগ্রামে শিক্ষামূলক ভ্রমন,মাছ চাষ নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ পড়়ুয়াদের

Excited college students on educational trip to Nandigram fisheries

The Truth of Bengal: নন্দীগ্রামের মৎস্যক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমনে ভীড় জমাচ্ছে প্রানীবিদ্যা ও পরিবেশ বিদ্যায় পাঠরত ছাত্র-ছাত্রীদের দল। নদী ও ফিশারী-কে কেন্দ্র করে নন্দীগ্রামের মৎস্যজীবীদের পেশা। আর সেই পেশাদারিত্ব বাড়াতে প্রয়াসী নন্দীগ্রাম-এক নম্বর ব্লক মৎস্যবিভাগ। হলদি নদীতে নৌকো নিয়ে ইলিশ মৎস্যজীবিদের মাছ ধরার কৌশলে কিংবা ভেনামী চিংড়ি সহ মাছ কাঁকড়ার চাষে নন্দীগ্রাম-এক নম্বর ব্লকের মাছ চাষিরা মাছের উতপাদন বাড়াচ্ছেন। আর এই সব মৎস্যজীবি মাছ চাষিদের কাজের বিষয়ে জানতে নন্দীগ্রামে শিক্ষামূলক ভ্রমনে আসছে প্রানীবিদ্যা ও পরিবেশ বিদ্যায় পাঠরত ছাত্র-ছাত্রিদের দল। শুধু প্রথাগত শিক্ষা বা পাঠ্যপুস্তকের মধ্যেই সীমিত না থেকে পড়়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাছ ধরা ও মাছ চাষ দুই-কাজের-ই সব খুঁটিনাটি শেখানো হয় একেবারে মাঠে নিয়ে গিয়ে।

নৌকোয় মৎস্য আহরন বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে পড়ুয়াদের আরও বেশি করে বোঝানো হয় তাঁদের। সম্প্রতি মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়, মেদিনীপুর সিটি কলেজ পড়ুয়াদের নন্দীগ্রামের মৎস্যক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছিল। কলেজের অধ্যাপক অধ্যাপিকারা সহ ছাত্র ছাত্রীদের দলকে মাছ চাষ ও মাছ আহরনের বিভিন্ন বিষয়ে ঘুরিয়ে দেখিয়ে বোঝাচ্ছেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু। সুমন বাবু বলেন, মৎস্য কেন্দ্রীক অন্যান্য অনেক বিষয়ে সম্পর্কে পড়ুয়াদের প্রাথমিক ধারণা দেওয়া হয় এই শিক্ষামূলক ভ্রমণে। জৈব চাষের পদ্ধতি, মাটির উর্বরতা, রাসায়নিক সারের ব্যবহার-সহ আরও বিভিন্ন দেশীয় মাছের চাষ সম্পর্কে পড়ুয়াদের অবগত করা হয়। মেদিনীপুর সিটি কলেজের ছাত্র নিলিমেশ গিরি বলে, পড়াশোনার পর কর্মসংস্থান ব্যক্তির জীবনে বড় হয়ে দাঁড়ায়। তাই শিক্ষা লাভের পরও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়াটা জরুরী।

তাই ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মাছ চাষের প্রশিক্ষনে কর্মসংস্থানের লক্ষ্যে খুজে পাচ্ছি। মাছ চাষিদের কাছ থেকে গুণগত, স্বাস্থ্যকর, পরিবেশ বান্ধব, আধুনিক মাছ চাষের বিষয়গুলি জেনে খুশি। চাষবাসের সাথে পরিবেশ প্রকৃতির প্রয়োজনীয়, তাও এদিন পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণের বোঝানো হয়। এই নতুন ধরনের হাতেকলমে প্রশিক্ষণের উদ্যোগের জন্য নন্দীগ্রাম এক ব্লক মৎস্য বিভাগকে স্বাদুবাদ জানিয়েছেন মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালইয়ের অধ্যাপক ডক্টর কৌশিক মন্ডল, মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপিকা ডক্টর সঙ্গিতা দত্ত রা। পঞ্চমখন্ড জলপাই এর নৌকো মৎস্যজীবী বলরাম দাস বলেন “আমাদের পেশা কাজ দেখতে দূর দূর থেকে ছাত্র ছাত্রিরা আসায় আমরা অনেক খুশি”।

Related Articles