রাজ্যের খবর

আরজি করের ঘটনায় পথে নেমে প্রতিবাদে সামিল হুগলি মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা

Ex-students of Hooghly Mahila Mahavidyalaya took to the streets to protest against the RG tax issue

Truth Of Bengal: একজন মহিলা চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে এর থেকে বড় সামাজিক অপরাধ আর হয়না। তাই হুগলি মহিলা মহাবিদ্যালয় প্রতিবাদে নামল। চুঁচুড়ায় কলেজের অধ্যক্ষ থেকে অধ্যাপক, ছাত্রী সকলে প্রতিবাদে সামিল হয়। দাবী দোষীর শাস্তি চাই। আরজি করের ঘটনার প্রতিবাদ হুগলি মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন দু দিন আগে।

আজ পিপুলপাতিতে কলেজের সামনে থেকে প্রতিবাদ মিছিল সায়রামোর হাসপাতাল রোড আখনবাজার টাউনগার্ড রোড হয়ে ঘড়ির মোর পর্যন্ত যায়। আমরা আর কতদিন ভয়ে ভয়ে বাঁচব লেখা পোস্টার হাতে ছাত্রীদের স্লোগান জাস্টিস ফর আরজি কর। কলেজের অধ্যক্ষ সীমা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলের সামনে ছিলেন। তিনি বলেন, কোভিডের সময় আমরা দেখেছি একজন চেস্ট স্পেশালিষ্টের কতটা প্রয়োজন।আরজি করের এই মেয়েটি সবে তার জীবন শুরু করেছিল।

একজন চিকিৎসক হিসাবে। তার প্রাণ অকালে চলে গেলো। বলা ভালো তাকে নৃশংসভাবে হত্যা করা হল। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবী করছি আমরা। যেহেতু মহিলা কলেজ আর এই একটি মেয়ের সঙ্গে এমন ঘটেছে তাই আমরা বেশি করে প্রয়োজন অনুভব করছি।

একটা ফুলের মত মেয়েকে অকালে ঝরিয়ে দেওয়া হয় এর থেকে বড় সামাজিক অপরাধ আর হয়না। প্রত্যেকে সুরক্ষিত থাকুক এই দাবী করছি। সিবিআই এ আদালত ভরসা রেখে সরকার ভরসা করছে তাই তাদের উপর এখনই না ভরসা করার মতো সময় আসেনি। আরো কিছুটা সময় দেওয়া উচিত।

Related Articles