রাজ্যের খবর

বোলপুর জল্পনার অবসান, টাকার উৎসের হিসাব দিতে না পারায় সিজিও কমপ্লেক্সে ডাক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার

End of Bolpur speculation, Post Minister Chandranath Sinhar at CGO complex for not being able to account for the source of money

The Truth Of Bengal: সৌতিক চক্রবর্তী:  বোলপুর জল্পনার অবসান। টাকার উৎসের হিসাব দিতে না পারায় বুধবার সিজিও কমপ্লেক্সে ডাক পড়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার।

সূত্রের খবর, গত শুক্রবার প্রায় ১৪ ঘণ্টা ধরে বোলপুরের নিচুপট্টির নায়েকপাড়ায় বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলে। সেখান থেকেই উদ্ধার হয় নগদ ৪১ লক্ষ টাকা। সেই টাকার হিসাব মন্ত্রী বা তার পরিবারের সদস্যরা কেউই দিতে পারেন নি। ইতিমধ্যেই সেই টাকার বিষয়ে নির্বাচন কমিশন কে জানিয়েছে ইডি। অন্যদিকে মন্ত্রীর দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়।

[ আরও পড়ুন ঃ

বিষ্ণুপুরে অনুষ্ঠিত “মল্লগড়ে বাহারী বসন্ত” উৎসবে সামিল হতে ভিড় সাধারন মানুষের

বিষ্ণুপুরে অনুষ্ঠিত “মল্লগড়ে বাহারী বসন্ত” উৎসবে সামিল হতে ভিড় সাধারন মানুষের

]

ইডি সূত্র খবর, মন্ত্রীকে সামনে বসিয়েই সেই ফোন গুলি খুলে দেখবেন আধিকারিকরা। পাশাপাশি নগদ ৪১ লক্ষ টাকার উৎস কি সেই বিষয়েও তার কাছে জানতে চাওয়া হবে। যদিও বুধবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বা তার পরিবারের কোনো এক সদস্যকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে জানা যাচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের বাড়িতেই রয়েছেন।

Related Articles