রাজ্যের খবর

“যোগ্য প্রার্থীদের কথা ভাবা হলনা, এই রায় কাম্য নয়” : অনামিকা রায়

"Eligible candidates are not considered, this judgment is not desirable" : Anamika Roy

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ-  SSC এর ২০১৬ এর প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায়। আজ কলকাতা হাইকোর্টে SSC এর ২০১৬ সালের প্যানেল এর রায় ঘোষণা হলো সোমবার। সেখানে সমস্থ প্যানেল বাতিল করা হয়েছে। এর ফলে প্রায় ২৩ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়। রায় ঘোষণার সময় অনামিকা রায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয় কর্মরত অবস্থায় ছিলেন অনামিকা রায়। রায় শোনার পরেই হতাশা হয়ে পরে অনামিকা রায়।

হাইকোর্টের রায়ের পর অনামিকা রায় রাজগঞ্জের হরি হর উচ্চ বিদ্যালয়ে এসে বলেন, “এই রায় যোগ্য চাকরি প্রার্থীদের কাছে হতাশা জনক রায়। এই ধরনের রায় হবে ভাবতে পারিনি কখনো। যোগ্য প্রার্থীদের চাকরি-বাতিল হল এই রায়ে। তা কখনোই কাম্য নয়। কিছু অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য সমস্ত যোগ্য প্রার্থীদের বাতিল করা হল। অনেক কষ্ট করে চাকরি পেয়েছিলাম। কিন্তু কিছু অযোগ্য প্রার্থীদের কারণে আমাদের এই চাকরি বাতিল হল। এর ফলে হতাশা জনক অবস্থায় পড়ে গেছি। আমরা সকলেই আইনের উপর আস্থা রাখি। আমি আমার উকিলের সাথে কথা বলব। তার পরেই যা করণীয় রয়েছে নাস্তা করা হবে।”

অন্য দিকে এই বিশয়ে হরি হর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজিৎ পাল জানান, “আজ থেকে স্কুলের ছুটি শুরু হবে। সেই মতে স্কুলে এসে শুনতে পাই SSC এর ২০১৬ সালের প্যানেল বাতিল হয়ে গেছে। ২০১৬ সালের প্যানেল এ দুজন শিক্ষক রয়েছে। বিষয়টি সম্পূর্ণ আইনের বিষয়। এতে আমার কিছু বলার নেই। কিন্তু কিছু শিক্ষিক ও শিক্ষিকার অভাব থাকবে। আইনের ব্যপার।”

Related Articles