রাজ্যের খবর

সরকারি বাসে করে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার তিন মহিলা-সহ ১১

Eleven people, including three women, arrested for drug trafficking in government buses

Truth of Bengal: পাচারকারীরা পুলিশের নজর এড়িয়ে আন্তঃরাজ্য মাদক পাচার করতে এবার সরকারি বাসকে হাতিয়ার করেছে। জানা যাচ্ছে, রাতের বেলা দিঘা থেকে কলকাতায় একটি সরকারি বাসে করে গাঁজা পাচারের সময় হাতেনাতে পাকড়াও হয় তিন মহিলা-সহ ১১ মাদক পাচারকারী। পাশাপাশি কাঁথি থানার পুলিস অভিযানে নেমে উদ্ধার করেছে প্রায় ২০০ কেজি গাঁজা। পুলিসের নজর এড়াতেই সরকারি বাসকে টার্গেট করেছিল আন্তঃরাজ্য মাদক পাচারকারীরা।

পাচার কাজের সাথে সরকারি বাসের ড্রাইভারও যুক্ত রয়েছে কিনা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওড়িশা থেকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণে গাঁজা পাচার করা হত। জানা গেছে, প্রায় ২০০কেজি গাঁজা নিয়ে ১১জন ব্যক্তি একটি সরকারি বাসে করে দিঘা থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। গোপনসূত্রে খবর পেয়ে কাঁথি থানার পুলিস তল্লাশিতে নেমে গাঁজা ভর্তি ব্যাগ সহ ১১জনকে আটক করে।

জানা গিয়েছে, ওড়িশা থেকে গাঁজা সংগ্রহ করে বর্ধমান হয়ে কলকাতার উদ্দেশ্যে পৌঁছে দেওয়া হত এই গাঁজা। কয়েক মাস আগেই বেসরকারি বাস বা লরির বিভিন্ন সামগ্রীর মধ্যে গাঁজা পাচারের সময় একাধিকবার পাচারকারীরা ধরা পড়েছে। তবে এবারে সরকারি বাসকে টার্গেট করে পাচারকারীরা। পুলিস সূত্রে জানা যাচ্ছে,  পাচারকারীদের সঙ্গে আরও বেশ কয়েকটি টিম যুক্ত রয়েছে। তাদেরকে নিজেদের হেফাজতে নিতে অভিযানে নেমেছে পুলিস। পাশাপাশি গাঁজা ছাড়াও পাচারের কাজে অন্য কোনও মাদক যোগ রয়েছে কিনা তাও পুলিশ জানার চেষ্টা করছে।

Related Articles