রাজ্যের খবর

শিলিগুড়িতে খাবারের খোঁজে লোকালয়ে তান্ডব চালাল হাতি, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Elephants rampage in search of food in Siliguri, high alert area

The Truth Of Bengal,বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি: ফের লোকালয়ে হাতির তান্ডব! শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের পানিট্যাংকি সংলগ্ন দুলাল জোত এলাকায় খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তিনটি বাড়ি ভাঙল হাতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।

জানা গিয়েছে খড়িবাড়ি সংলগ্ন টুকরিয়াঝাড় জঙ্গল থেকে দুলাল জোততে দুটি হাতি ঢুকে পড়ে। প্রথমে বিজয় তামাং নামে এক ব্যক্তি পাঁচিল এবং পরে মিঠুন সিংহ ও রঞ্জিত সিংহের ঘরে দেওয়াল ভেঙে চাল ও আটা খেয়ে ফেলে হাতি দুটি। এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেন বনদপ্তরকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বন কর্মীরা। তবে বনকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাতে দুটি ফের জঙ্গলে ঢুকে যায়।

যদি স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, তারা আতঙ্কের মধ্যে রয়েছে। মাঝেমধ্যেই খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালে ঢুকে পড়ছে হাতির দল। তাই অবিলম্বে ওই এলাকায় টহলদারি বাড়িয়ে দিক বনদপ্তর। যদিও বনদপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই ওই এলাকায় টহলদারি বাড়িয়ে দেওয়া হয়েছে।

Related Articles