‘পাকা ধানে মই দিল’ হাতি পাল, ২০০ বিঘে জমির ধানের ক্ষতি
Elephant damaging in Cultivation field

The Truth of Bengal: এখন ধান তোলার মরসুম। পাকা ধান ঘরে আনার আগেই শেষ করে দিচ্ছে হাতির পাল। প্রায় প্রতিদিনই ধান খেতে হামলা চালাচ্ছে হাতি। নষ্ট করছে ধান খেত। ইতিমধ্যে প্রায় ২০০ বিঘেরও বেশি ধানখেত নষ্ট হয়ে গিয়েছে। কোনও ধান ঘরে আনতে পারেননি চাষিরা। সব হারিয়ে স্বাভাবিকভাবেই মাথায় হাত কৃষকদের। সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন তাঁরা। ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকার ঘটনা। প্রতিবছর এই এলাকায় হাতির হানা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
সংলগ্ন পানঝোড়া জঙ্গল থেকে রোজ সন্ধ্যায় হাতি বের হয়ে এসে ধান খেতে হামলা চালায়। অনেক চাষি হাতির হানার ভয়ে জমিতে ধান রোপনই করেনি। এই অবস্থা চলতে থাকলে কী করে চাষবাস করবেন বলে প্রশ্ন তুলেছেন চাষিরা। ইতিমধ্যে এই এলাকায় হাতির হানায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। হাতির হানা রুখতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।চাষিদের দাবির কথা শুনে এলাকায় আসেন জেলা পরিষদ, পঞ্চায়েত ছাড়াও বনদফতরের আধিকারিকরা।
জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি জানান, এলাকায় এসে দেখলাম কতটা ক্ষতি করেছে হাতির পাল। এলাকায় যাতে হাতির হানা রোখা যায় সে বিষয়ে বনদফতর-এর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।প্রতিবছর এই এলাকায় হানা দেয় হাতির পাল। তবে ধান কাটার মরসুমে বেশি ক্ষতি করে। এলাকায় যাতে হাতির হানা রোখা যায় তার জন্য খুনিয়া রেঞ্জের বন কর্মীরা সক্রিয় থাকেন। তারপরও রোখা যায় না হাতির হানা। লোকালয়ে হাতির হানা আটকাতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছে এলাকার মানুষ।
Free Access