খাবারের খোঁজে লোকালয়ে ফের হাতির হানা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্থানীয় বাসিন্দারা
Jalpaiguri

The Truth of Bengal: জমি থেকে ধান কাটা শেষ হয়েছে। তাই এবার খাদ্যের লোভে জঙ্গল থেকে বেরিয়ে জনবসতি এলাকার বাড়িতে গিয়ে হানা দিল হাতি। ঘর ভেঙ্গে সাবার করলো ঘরে মজুদ আনাজ পাতি। নষ্ট করলো বাসন-কোসন সহ আসবাবপত্রও। ওই সময় বাড়ির লোকজন পালিয়ে কোনক্রমে প্রাণে বাঁচলেন। বুধবার রাতে পৃথকভাবে হামলা চালিয়ে ৭ টি ঘর সহ একটি দোকান ঘর ভেঙ্গে দিল হাতি।
ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধুপঝোরা ও মঙ্গলবারি বস্তি এলাকায় হানা দেয় হাতিটি। মঙ্গলবাড়ী বস্তি এলাকায় ঘর ভেঙ্গে মজুদ ধানও সাবার করে হাতিটি। হাতিটি মঙ্গলবাড়ী বস্তির গোকুল রায়, গয়ানাথ রায়, সুশীল রায়, অতুল রায় ও উত্তর ধুপঝোরার খয়রুল ইসলাম, বিরজু ওরাওঁ, কমল ওরাওঁ এর ঘর গুড়িয়ে দেয়। সুবোধ রায়ের দোকান ঘরেও হামলা চালায় হাতিটি।
বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা এলাকায় কয়েক বিঘা জমির ধানও নষ্ট করে হাতি। বাড়িতে হাতির হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত জনগণ। বুধবার রাতে খবর পেয়ে এলাকায় আসেন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরাও। বনকর্মী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হাতিটি ফের পানঝোরা জঙ্গলে চলে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন। বনদপ্তরের তরফে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
Free Access