রাজ্যের খবর
আলিপুরদুয়ারে হাতির তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী
Elephant rampage in Alipurduar, locals in panic

Truth Of Bengal: বৃহস্পতিবার সকাল থেকে ফালাকাটায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি। এদিন ভোরে দুটি হাতি চলে আসে ফালাকাটা শহরের উপর। এরপর সুভাষপল্লী সহ বিভিন্ন এলাকায় দাপট চালিয়ে বর্তমানে ৯ নম্বর ওয়ার্ডের একটি জঙ্গলে আশ্রয় নিয়েছে।
আলিপুরদুয়ারে হাতির তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী pic.twitter.com/qpzUppFknD
— TOB DIGITAL (@DigitalTob) January 9, 2025
এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। বনদপ্তরের পক্ষ থেকে সবাইকে সচেতন করা হচ্ছে যাতে কেউ হাতির পাশে যাওয়ার চেষ্টা না করে। এছাড়াও ওই হাতিদের তাণ্ডবে দুটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।