রাজ্যের খবর

বোলপুরে আর্থিক তছরুপের অভিযোগ পেতেই তৎপর হয়ে হানা দিলো ইডি

ED raids Bolpur after receiving allegations of financial irregularities

Truth Of Bengal:সৌতিক চক্রবর্তী বোলপুর: বোলপুর সকাল হতেই ইডির হানা। বৃহস্পতিবার সকালে আচমকা বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাসে আনারুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। ওই বাড়ির মালিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে হানা দিয়েছে ইডি। যদিও  বাড়িতে পরিবারের কেউই ছিলেন না।

জানা গিয়েছে, ইডি যে বাড়িতে হানা দিয়েছে। সেই বাড়ির মালিক একটি বেসরকারি সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার পদে কাজ করেন। অভিযোগ উঠেছে, ওই বেসরকারি সংস্থাটি মাসে ২ শতাংশ তথা বার্ষিক ২৪ শতাংশ হারে সুদ দিত। এত টাকা দেওয়ার জন্য বহু মানুষ প্রভাবিত হয়েছিল। বছরে ২৪ শতাংশ টাকা পাওয়ার লোভে অনেক গ্রাহকই সেখানে টাকা বিনিয়োগ করেছিলেন। অভিযোগ ওঠে, ২০২৩ সালে কোম্পানিটি হঠাৎ করেই সুদ দেওয়া বন্ধ করে দেয়। শুধু তাই নয়, জমা রাখা আসল টাকা ফেরত দিতেও সমস্যা সৃষ্টি করেছিল। কোনওভাবেই তাঁরা টাকা ফেরৎ পাচ্ছেন না বলে অভিযোগ উপভোক্তাদের।

উপভোক্তাদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সকাল হতেই তাঁর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের একটি দল। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বোলপুরের ওই বাড়িতে পৌঁছে যায় ইডি বাহিনী। বেশ কয়েক ঘন্টাখানেক ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। অভিযুক্ত আনারুল ইসলামের স্ত্রীর ভাই সাইফুল ইসলাম ও আরোও এক ঘনিষ্ঠকে জিঞ্জাসাবাদ করে ইডি আধিকারিকরা। অভিযোগ, ওই কোম্পানি প্রায় ৭৫ কোটি টাকা তছরুপ করেছে। আর্থিক তছরুপের অভিযোগ পেতেই তৎপর হয়ে হানা দিয়েছে ইডি। ঘন্টাখানেক ধরে চলে তল্লাশি অভিযান। তল্লাশি শেষে ইডি আধিকারিকরা যাওয়ার পর অভিযুক্ত আনারুল ইসলামের স্ত্রীর ভাই সাইফুল ইসলামকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আমানতকারীরা। পড়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Related Articles