ফের জয়নগরে বহড়ু বাজারে ইডির অভিযান, ২ ঘণ্টা চলল তল্লাশি
ED raid again in Jayanagar Baradu Bazar, search lasted for 2 hours

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : রেশন ‘দুর্নীতি’ মামলায় আবার সক্রিয় ইডি। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল জয়নগরের বহরু বাজারের এম আর ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে যান। এদিন প্রায় ২ ঘণ্টা তল্লাশি অভিযান চলে বলে খবর। এদিন ইডির চার সদস্যের দল সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালানোর পর জয়নগরের বহড়ু বাজারের এম আর ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডি র ছয় সদস্যের দল। ওই দিন রাতে বেরিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের হাতে সাদা কাপড়ে মোড়া বেশ কিছু নথিপত্র ছিল।
শুক্রবার সকাল সাড়ে আটটার সময় ইডির ছয় সদস্যের আধিকারিকদের দল সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউনে হানা দেয়। তার কিছুক্ষণ পরে সেখান থেকে কয়েকশো মিটার দূরে ডিস্ট্রিবিউটরের সেন পাড়ার বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। যদিও সেই সময় বাড়িতে ডিস্ট্রিবিউটার ও তার স্বামী কেউ উপস্থিত ছিলেন না।
এদিন দুপুর দুটো নাগাদ এম আর ডিস্ট্রিবিউটার সুস্মিতা ঘোষ সেন ও তার স্বামী বরুণ ঘোষ অরফে বাবুয়া রেশন গোডাউনে আসেন।