ফের অ্যাকশনে ইডি! হুগলি-সহ মোট ৬ জায়গায় হানা, আতশকাচের তলায় সুদীপ্ত রায়ও
ED Officers raid at several places of West Bengal in connection with RG Kar Financial Irregularities case

Truth Of Bengal : আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে গত বৃহস্পতিবারের পর আজকে ফের অ্যাকশনে ইডি। মঙ্গলবার সকাল থেকে ইডির আধিকারিকেরা রাজ্যের ৬ জায়গায় হানা দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই অভিযানে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী দল তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালাচ্ছে বলেই খবর। সুদীপ্ত রায় হলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক।
এছাড়াও আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন তিনি। এর আগে সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্তর বাড়িতে বৃহস্পতিবার হানা দিয়েছিল সিবিআইয়ের একটি তদন্তকারী দল। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, সেই তালিকায় ছিলেন তৃণমূলের এই চিকিৎসক নেতাও।
এছাড়াও ইডির অপর একটি দল বালিগঞ্জ সার্কুলার রোডেও পৌঁছে গিয়েছে। সেখানেও এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। হুগলির দাদপুরের দাঁড়পুর গ্রামে একটি বাংলোয় অভিযান চালাতে পৌঁছে গিয়েছে ইডির একটি দল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ওই বাংলোটি নাকি সুদীপ্তর।
প্রসঙ্গত, আরজি করে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।