Durga Protest: কাশবনে ‘দুর্গা’ সেজে প্রতিবাদ! রূপান্তরকামীদের সম্মান ফেরাতে অভিনব উদ্যোগ অভিনেতার
আর তাই, দুর্গাপুজোর আগে মা দুর্গার প্রতীকী রূপে নিজেকে তুলে ধরেই সমাজকে বার্তা দিতে পথে নামলেন তিনি। তার মতে, "রূপান্তরকামীরা কোনও অংশে কম নন। তাঁরা যে মা দুর্গারই সন্তান, সেই ভাবনাই তুলে ধরছি এই রূপে
Truth of Bengal: কাশবনের মধ্যে সাদা শাড়ি, মুকুটে রক্তিম আভা, হাতে ত্রিশূল—একঝলকে মনে হবে, যেন জীবন্ত দুর্গা নেমে এসেছেন ধরাধামে। কিন্তু এটি কোনও মূর্তি নয়, বা নাট্যশিল্পের দৃশ্যও নয়। এ এক নিঃশব্দ প্রতিবাদ—রূপান্তরকামীদের বিরুদ্ধে সমাজের কটাক্ষ, হীনমন্যতা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। আর এই অভিনব উদ্যোগের মুখ, আসানসোল হিরাপুরের অভিনেতা সুমন চৌধুরী। সুমন নিজে রূপান্তরকামী নন, কিন্তু তাঁর বক্তব্য, সমাজের উপেক্ষিত ও অপমানিত এক শ্রেণির পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। আর তাই, দুর্গাপুজোর আগে মা দুর্গার প্রতীকী রূপে নিজেকে তুলে ধরেই সমাজকে বার্তা দিতে পথে নামলেন তিনি। তার মতে, “রূপান্তরকামীরা কোনও অংশে কম নন। তাঁরা যে মা দুর্গারই সন্তান, সেই ভাবনাই তুলে ধরছি এই রূপে (Durga Protest)।”
আরও পড়ুনঃNepal curfew: সুস্থ ভাবে ফিরে আসুক, নেপালে থাকা পরিজনেরা! উদ্বেগে পরিবার
সুমন মূলত একজন থিয়েটার ও চলচ্চিত্র জগতের অভিনেতা। বছর আটেক আগে একটি বাংলা ছবিতে একটি রূপান্তরকামীর চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। চরিত্রে ডুবে গিয়ে নিজেকে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। আর সেখান থেকেই শুরু হয় ট্রোলিং, কুরুচিকর মন্তব্যের স্রোত। সবচেয়ে হতাশার বিষয় ছিল—চেনা-পরিচিত মানুষদের মুখেই ছিল সবচেয়ে বেশি কটাক্ষ। সেই সময় থেকেই প্রতিবাদের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে তাঁর ভিতরে। নিজের অভিজ্ঞতা থেকেই বুঝেছেন, বাস্তব জীবনের রূপান্তরকামীদের কতটা যন্ত্রণা সহ্য করতে হয় প্রতিদিন (Durga Protest)।
সুমনের মতে, সমাজের কিছু মানুষ আছেন, যারা মহিষাসুরের মতো। তাঁদের কটাক্ষ, বিদ্বেষ এবং অবমাননার বিরুদ্ধে এবার তিনি দুর্গা হয়ে রুখে দাঁড়াতে চান। দুর্গাপুজোর আগেই কাশবনের মাঝে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন, “রূপান্তরকামীদের দেবত্বকে অস্বীকার মানে মা দুর্গাকেই অস্বীকার করা।” তিনি বলেন, “এই রূপে আমি সেই সব মানুষদের চোখে চোখ রেখে বলতে চাই—রূপান্তরকামীদের অসম্মান করা মানেই মানবতাকে অপমান করা। এটা কোনও সাজ বা শো নয়, এটা আমাদের লড়াইয়ের প্রতীক (Durga Protest)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক উৎসবে সুমন নানা রূপে রূপান্তরকামীদের চরিত্রে অভিনয় করে বার্তা পৌঁছে দেন। এবার দুর্গাপুজোর প্রাক্কালে তাঁর এই অভিনব উদ্যোগ সেই প্রতিবাদের ধারাকে আরও জোরালো করল। কাশবনে দাঁড়িয়ে তাঁর এই প্রতিবাদ যেন রূপ নিয়েছে এক জীবন্ত শিল্পের। অভিনয়ের বাইরে গিয়েও, সুমন তুলে ধরেছেন মানবিকতার বড় এক ছবি—যেখানে লিঙ্গভেদ নয়, মূল্যায়ন হওয়া উচিত মানুষের মনের জোর আর আত্মমর্যাদার। হিরাপুরের স্থানীয়রা জানাচ্ছেন, সুমনের এই কাজ শুধু দৃষ্টিভঙ্গির বদল আনবে না, বরং আগামী প্রজন্মের ভাবনার ভিতও বদলে দিতে পারে। এক কথায়, মা দুর্গার রূপে দাঁড়িয়ে তিনি যে সমাজের এক শক্তিশালী প্রতিচ্ছবি তুলে ধরেছেন, তা প্রশংসার দাবিদার (Durga Protest)।






