মালদায় অষ্টম দফার দুয়ারে সরকার শিবির, ৩৬ প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রাহকদের…
Duare sarkar camp at the gate of eighth phase in Malda

The Truth Of Bengal: অষ্টম দফায় দুয়ারে সরকার শিবিরের উদ্বোধন। ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের জোত আরাপুর হাই স্কুলে নীল সাদা বেলুন উড়িয়ে দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধন, উদ্বোধন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। পাশাপাশি এলাকার জনসাধারণকে সচেতন করতে সবুজ ফ্লাগ উড়িয়ে একটি দুয়ারে সরকার ক্যাম্পের ট্যাবলো উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানে সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালুঙ্খে সহ অন্যান্য আধিকারিক। জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও অষ্টম দফায় ১৫ ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বর দুয়ারে সরকার ক্যাম্প চলবে এবং ২রা জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত সার্ভিস ক্যাম্প চলবে। মালদা জেলায় প্রায় ৩৭৮০ দুয়ারের সরকার ক্যাম্প চলবে।
সমস্ত ক্যাম্প থেকে ৩৬ রকম প্রকল্পের সুযোগ-সুবিধা পাবে গ্রাহকরা।এদিন জেলা শাসক ক্যাম্পের উদ্বোধন করে বিভিন্ন প্রকল্পের বুথগুলিতে পরিদর্শন করেন এবং গ্রাহকরা ঠিকমতো সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা তাদের সঙ্গে কথা বলেন।শেষে সেই দুয়ারে সরকার ক্যাম্পে জেলাশাসক নিজেও ব্লাড প্রেসার পরীক্ষা করেন।
Free Access