চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর! গণধোলাই দিয়ে ঘুম ভাঙালো জনতা
Drunk thief caught by shop owner

The Truth of Bengal: নেশাগ্রস্থ অবস্থায় মুদিখানা দোকানে চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর। অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভোজপুরানী গছ এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, রবিবার গভীর রাতে সন্তোষ সরকার নামে এক ব্যক্তির মুদিখানা দোকানে চুরি করতে আসে বেশকয়েজন। নেশাগ্রস্থ অবস্থায় একজন চোর চুরি করে পালানোর সময় দোকানের পিছনে ঘুমিয়ে পড়ে। বাকিরা অবশ্য পালিয়ে যায়। কিন্তু সোমবার সকালে দোকান খুলতে এসে হাতেনাতে পাকড়াও হয় চোর বাবাজি। স্থানীয়দের ডাকা হলে তাঁরা দেখে ওই যুবক চুরি যাওয়া জিনিসপত্র সমেত দোকানের পিছনে ঘুমিয়ে রয়েছে।
এরপর চলে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় চোপড়া থানার পুলিশ। অন্যদিকে আটক হওয়া চোরের সাগরেদদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দোকানদের ঠিক কী কী খোওয়া গিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
Free Access