রাজ্যের খবর

চূড়ান্ত মদ্যপান করে প্যান্টে প্রস্রাব করে পড়ে রইলেন চিকিৎসক, হতবাক স্থানীয়রা

Drunk Doctor

The Truth of Bengal: পেশায় চিকিৎসক, অথচ নিজে মদ্যপান করে চূড় হয়ে পড়ে রইলেন রাস্তায়। তাঁর সঙ্গে কথা বলতে গেলে শুরু করেন গালিগালাজ। এমনই চিত্র ধরা পড়ল বর্ধমানের কেতুগ্রাম ব্লক প্রাথমিক হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসকের নাম সৌরভ দাস। তিনি কেতুগ্রাম হাসপাতালে মেডিক্যাল অফিসার।

পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লক প্রাথমিক হাসপাতাল। সেখানে চিকিৎসা করাতে আসেন দূরান্ত  এলাকার বহু মানুষ আসেন চিকিৎসা করাতে। কিন্তু রোগী বুধবার এসে দেখেন আজব দৃশ্য।  ডাক্তারবাবুর নেশায় এতোটাই চূড় যে তিনি মাতাল হয়ে প্যান্টে প্রস্রাব করে ‌কখনও রাস্তায় হামাগুড়ি দিতে থাকেন কখনও ভ্যানের ওপর শুয়ে থাকেন। কখনও আবার অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

চিকিৎসকের এই ঘটনা দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়। মদ্যপ চিকিৎসকের ছবি তুলে অনেকে  সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। এখন প্রশ্ন, চিকিৎসক মদ্যপ অবস্থায় যদি এমন আচরণ করেন, তাহলে তিনি রোগীদের কী চিকিৎসা করবেন?