রাজ্যের খবর

ছোবল খাওয়া ব্যক্তি সাপ নিয়ে হাজির হাসপাতালে! আতঙ্কিত স্থানীয়রা

District News

The Truth of Bengal: ২০১৯-র ৩ সেপ্টেম্বর,ডায়মন্ডহারবারের গৃহবধূ সাপের কামড় খেয়েও দমে যাননি,২০২৩-র ৩১ মে সাপকে কৌটোয় ভরে নিয়ে গিয়ে হাসপাতালে যান পুরুলিয়ার বান্দোয়ানের যুবক।আর ২০২৩-র ১৫মার্চ সাপের ছোবল খাওয়া এক যুবক ঝাড়গ্রাম হাসপাতালে দৌড়ে যান।এবার ডুয়ার্সের বানারহাটের নাথুয়াহাটের বিধানরায়ও দুঃসাহসী নজির গড়লেন।সাপের ছোবল খাওয়া ব্যক্তি নিজেই সাপ নিয়ে হাসপাতালে হাজির হলেন।

ঘটনার আকস্মিকতায় অন্যরা হতবাক হয়ে যায়।তবে সর্পাঘাতের মাঝে পড়া এই ব্যক্তির কাজ আলাদা শিক্ষা দিল। ডুয়ার্সের বানারহাট ব্লকের নাথুয়াহাট এলাকার বাসিন্দা বিধান রায় কৃষিকাজ করেন। গতকাল রাতে আকাশে মেঘ থাকায় ওই কৃষক রাতে ধানক্ষেত দেখতে গিয়েছিলেন। জমির আলে দাঁড়িয়ে দেখছিলেন জমিতে জল কতটা রয়েছে।

রাতে বৃষ্টি হলে আল কাটার প্রয়োজন আছে কিনা। ঠিক সেসময় আচমকা তাকে একটি সাপ ছোবল দেয়। এরপর সাপটিকে ধরে ঐ ব্যাক্তি ক্ষেত থেকে বাড়িতে আসেন। এরপর সাপটিকে প্লাস্টিকের জারে বন্দি করেন।  পরবর্তীতে পরিবারের সদস্যদের সাথে সাপ নিয়ে সোজা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে আসেন তিনি।  এখন তিনি   ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন । তবে সাপটি বিষহীন নাকি বিষধর তা এখনো স্পষ্ট নয়।

Related Articles