‘‘বিজেপির কথায় দাঙ্গা করবেন না’’, বিভাজনের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী
"Don't riot on BJP's words", Chief Minister speaks out against division

Truth Of Bengal: বিজেপির কথায় প্ররোচিত হবেন না,দাঙ্গা করবেন না। দিদির প্রতি আস্থা রেখে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করুন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। মুর্শিদাবাদের সুতির সভা থেকে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিসংখ্যান দেন, ১৯৯২সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় সারা বাংলায় অশান্তি হলেও মুর্শিদাবাদে কোনও হিংসা দেখা যায় নি। এমনকি বাম আমলে দাঙ্গায় ৪০জন মারা যায়।
মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, তিনি দাঙ্গার বিরুদ্ধে। বাংলার সহিষ্ণুতার পরম্পরা রক্ষা করার আহ্বানও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, আগে বলতো বাংলায় পুজো হয় না। সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণ হয়েছে,বাংলায় সবধর্মের মানুষ উত্সব পালন করেন। দুর্গাপুজো,ঈদ,বড়দিন পালন করা হয় মর্যাদার সঙ্গে। তাই যাঁরা প্ররোচিত হয়ে বাংলায় অশান্তি ছড়াতে চায়, তাঁদের বয়কট করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কথায় পরিস্কার, ‘‘যাঁরা খুনোখুনি করবেন তাঁদের আমি বিরোধিতা করবো ।’’ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন,দাঙ্গাকারীদের বাইরে থেকে আনা হয়। বহিরাগতদের থেকে সতর্ক থাকার বার্তাও দেন প্রশাসনিক প্রধান। সুতিতে প্রশাসনিক সভা থেকে তিনি শান্তিও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান । তিনি কথা দিয়ে কথা রাখেন। সামসেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাত্ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষতিগ্রস্তদের কথাও শোনেন।