চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভিক দে কে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন
Doctor Virupaksha Biswas suspended by Health Bhavan

Truth Of Bengal: চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভিক দে কে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গতকাল কাকদ্বীপে বদলি করা হয়েছিল বিরূপাক্ষ বিশ্বাসকে। আজ তাকে সাসপেন্ড করলো স্বাস্থ্য ভবন। পাশাপাশি আর এক বিতর্কিত চিকিৎসক প্রাক্তন আরএমও অভিক দে কেও সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। জানা যায়, তারা দুজনেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন।
চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ও অভিক দে কে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন#truthofbengal pic.twitter.com/eajt5X2opL
— TOB DIGITAL (@DigitalTob) September 5, 2024
লাগাতার বিক্ষোভের জেরে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি কোথাও কাজে যোগ দিতে পারবেন না। বৃহস্পতিবার সন্ধেবেলা স্বাস্থ্যদপ্তরের এক উচ্চপর্যায়ের বৈঠকের পর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। সদ্য বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে সদ্য কাকদ্বীপে বদলি করানো হয় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে।
বৃস্পিতবার সকাল থেকে কাকদ্বীপ হাসপাতালের বাইরে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বদিল প্রত্যাহারের দাবিতে সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা বিকেল পাঁচটা থেকে ঘন্টা দুয়েক হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু রায়কেও ঘেরাও করে রাখেন। সন্ধ্যা বেলা স্বাস্থ্যভবনের তরফে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশনের নির্দেশ দেওয়ার পর বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ তুলে নেয়।
ঘটনায় হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু রায় জানিয়েছেন হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি। প্রসঙ্গত হুমিকর অডিওকে কেন্দ্র করে চর্চায় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। ৯ আগস্ট মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজি কর হাসপাতালে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ।
এছাড়াও তার বিরুদ্ধে বর্ধমান মেডিক্যালে বিরূপাক্ষ দাদাগিরি, থ্রেটকালচার চলত।এসব অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যদপ্তর তাকে কাকদ্বীপে বদলি করেন।কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস হাসপাতালে যোগ দিতে গেলে তাকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করে এলাকাবাসী।