রাজ্যের খবর

ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে বিশেষ অভিযান জেলা পুলিশের, গ্রেফতার এক বাংলাদেশী

District police conduct special operation against illegal infiltration into Indian territory, arrest a Bangladeshi

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: সূত্রের খবর বৃহস্পতিবার রাতে নদিয়ার হাঁসখালী থানা পুলিশের একটি বিশেষ টিম আইবিবিআরের কাছে হাঁসখালী থানা, রামনগর জিপির নিমতলা বাজার মোড়ের কাছে একজন বাংলাদেশী নাগরিক যার নাম ফরিদা খাতুন (৩৫) কে গ্রেফতার করে।

গ্রেফতার হাওয়া বাংলাদেশি নাগরিকের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রায় ৮ মাস আগে উত্তর ২৪ পঞ্জাব জেলার আইবিবিআর হয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ কোরে মুম্বাই চলে আসেন এবং গতকাল অভিযুক্ত মহিলা ভারতীয় দালালদের সরাসরি সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁসখালি থানা এলাকায় পৌঁছায়। হাঁসখালী থানায় আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, এবং শুক্রবার  রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় পুলিশ।

তবে পুলিশের তরফে জানানো হয়, ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীর সাথে আরো কেউ ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে কিনা এবং কোন দালাল চক্রের মধ্যে দিয়ে সে ভারতে প্রবেশ করেছিল তার জন্য চলবে একই অভিযান।

Related Articles