কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে পরিবেশ, জনস্বাস্থ্য এবং সামাজিক আলোচনায় জেলাশাসক
District Magistrate in Environment, Public Health and Social Dialogue in Collegiate Girls Schools

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে শনিবার দুপুরে বিজ্ঞান, পরিবেশ, জনস্বাস্থ্য এবং সামাজিক সমস্যা সংক্রান্ত বিষয়ে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে।
বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত নানা আলোচনার সাথে সাথেই মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সমস্যার বিষয়গুলির উপর আলোকপাত করা হয় এই শিবিরে। শিবিরে স্কুল পড়ুয়া ছাত্রীদের নানা শারীরিক সমস্যা বা জটিলতা কিংবা ১৮ বছরের আগে বিয়ে বা গর্ভধারণের বিষয়গুলির মোকাবিলা কিভাবে করা যায় তা নিয়েই আলোচনা করেন জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। মূলত বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলির সমাধানের মধ্য দিয়ে সমাজে মেয়েদের আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতেই এই শিবিরের আয়োজন বলে জানান শিবিরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক মৌমিতা সাহা। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী প্রমুখ। এই ধরনের শিবির আগামীদিনে অন্যান্য স্কুলগুলিতেও আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী।