রাজ্যের খবর

দাসপুরে তৈরি করা হচ্ছে গ্রামীণ হাসপাতালের নয়া ভবন

District Hospital

The Truth of Bengal: চিকিৎসা পরিষেবার মাণ উন্নত করার মতোই চিকিত্সকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে রাজ্যে বাড়ানো হচ্ছে মেডিক্যাল কলেজ।বর্তমানে পশ্চিমবঙ্গে ২৩টি মেডিক্যাল কলেজ রয়েছে।আরও ৪টি মেডিক্যাল কলেজ গড়ে উঠলে গবেষণা থেকে চিকিত্সক তৈরির কাজ তরান্বিত হবে বলে মনে করছে প্রশাসনের কর্তারা।একইসঙ্গে স্বাস্থ্যের আরও  হাল ফেরাতে ও  রোগীদের জটিল রোগমুক্তির জন্য বাড়ানো হচ্ছে পরিকাঠামো।যাতে ভিনরাজ্যে মানুষকে আর যেতে না হয়।খরচের ভার কমাতে চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড।তাতে ৫লক্ষ টাকা পর্যন্ত চিকিত্সার সুযোগ পায় রোগীরা। কলকাতায় সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের মতোই জেলাতেও জনস্বাস্থ্যের দুয়ার খুলে দেওয়া হচ্ছে।

.মেদিনীপুরে গড়ে তোলা হয়েছে নতুন মেডিকেল কলেজ

.শালবনী-ডেবরা-ঘাটালে ৩টি মাল্টি-সুপার হাসপাতাল

.মেদিনীপুর-খড়্গপুর-ঘাটালে ৩টি ন্যায্যমূল্যের দোকান

.১৪লক্ষের কাছে মানুষ কম দামে ওষুধ-সরঞ্জাম  পান
দাসপুরে তৈরি করা হচ্ছে গ্রামীণ হাসপাতালের নয়া ভবন

.প্রস্তাবিত প্রকল্পে  রাজ্য সরকারের ব্যয় প্রায় ৪৬ লক্ষ টাকা

নতুন ভবন তৈরি হলেই দাসপুরের সাধারণ মানুষ একাধিক পরিষেবা পাবে বলে আশা প্রশাসনের কর্তাদের। নতুন ভবনে থাকবে নতুন ল্যাব, যেখানে উন্নত মানের মেশিনপত্র দ্বারা একাধিক রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এছাড়াও ডেঙ্গু থেকে ম্যালেরিয়া চিকিৎসা পরিষেবা এই নতুন ভবনেই পাওয়া যাবে। এতেই খুশি দাসপুরের সাধারণ মানুষ।সাধারণ মানুষ এই হাসপাতালের পুর্ননির্মাণ ও পরিষেবা সম্প্রসারণের ঘটনায় আশায় বুক বাঁধছেন। তাঁরা বলছেন, জেলা হাসপাতাল থেকে ব্লক স্বাস্থ্যকেন্দ্র সবেতেই একছাদের তলায় অনেক পরিষেবা মেলায় সরকারি হাসপাতালের প্রতি আস্থা বাড়ছে।

Free Access

Related Articles