রাজ্যের খবর
Trending

‘৪ জুনের পর পিসি-ভাইপো দরজা খুলে বসে থাকবে, আর কেউ থাকবে না’, দিলীপের হুমকি মমতা ও অভিষেককে

Dilip threatens Mamata and Abhishek

The Truth Of Bengal : আবার হুঙ্কার দিলীপ ঘোষের। এবার তাঁর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘৪ জুনের পর পিসি-ভাইপো দরজা খুলে বসে থাকবে। আর কেউ থাকবে না’। বৃহস্পতিবার সকালে বর্ধমানের কালনা গেট ও নারীকলোনি এলাকায় প্রাতর্ভ্রমণের পর জনসংযোগ করছিলেন দিলীপ। সেখানে দিলীপ ঘোষ এই মন্তব্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সম্পর্কে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ।

দিলীপের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে রাজ্যের শাসক দল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘হার নিশ্চিত বুঝে এমন এমন উল্টোপাল্টা বলছেন দিলীপ। এই ভাবে তিনি প্রচারে থাকতে চাইছেন। সেই সঙ্গে প্রখর গরমে মাথা ঠিক রাখতে পারছেন না। এর আগেও তিনি এমন কথা বলেছেন বারবার। এটাই বিজেপির সংস্কৃতি। মানুষ ইভিএম-এ জবাব দেবে বিজেপিকে।‘

গরকাল বিজেপি কর্মীদের গরু চরানোর পরামর্শ দিয়েছিলেন দিলীপ! বলেছিলেন, ‘রাজনীতি ঠিক করে করতে না পারলে গরু চরাও গে যাও।‘ বিরোধীদের উদেশে কু-কথা, হুঙ্কার, হুমকি অব্যাহত আছে দিলীপের। মুখ্যমন্ত্রীকেও লাগাতার নিশানা করে যাচ্ছেন। দিলীপের নিশানায় আসছেন দলের কর্মীদের একাংশও। তাদের গরু চরানোর পরামর্শ দিতে দেখা যায় তাঁকে।

গত মঙ্গলবারও পুলিশ ও তৃণমূল নেতাদের নিশানা করেছিলেন। দিলীপ বলেছিলেন, ‘১৩ তারিখের পর তৃণমূল নেতাদের গলায় ও কোমরে দড়ি পরাতে হবে পুলিশকে।‘ ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল নেতা ও পুলিশকে একহাত নিয়েছিলেন দিলীপ। পুলিশকে আক্রমণ করে দিলীপ বলেছিলেন, ‘পুলিশের চোখে কি ন্যাবা হয়েছে?’

মেদিনীপুর থেকে সরিয়ে তাঁকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে দল। তারপর থেকে লাগাতার হুমকি ও কু-কথা বলে চলেছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যা নিয়ে কমিশনে নালিশ করেছিলেন তৃণমূল। কমিশন শো-কজ করেছিল দিলীপকে। দিল্লি থেকে দলও তাঁকে শো-কজ করেছিল। থানায় FIR দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। তারপরও দমছেন না দিলীপ। এবার হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দিলীপ আছেন দিলীপেই!

 

Related Articles