রাজ্যের খবর

জগন্নাথ মন্দিরে যাওয়ায় বিতর্কে দিলীপ, দলের একাংশর থেকে পরতে হল জুতোর মালা

Dilip in controversy for visiting Jagannath temple, made to wear a garland of shoes by a section of the party

Truth of Bengal: পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে বুধবারের ঘটনা এক নাটকীয় মোড় নেয়। একদা মেদিনীপুরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঞ্চলে দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ যে মাত্রায় পৌঁছল, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

ঘটনার সূত্রপাত দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের সস্ত্রীক যাত্রাকে কেন্দ্র করে। অভিযোগ, দিলীপবাবু সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন এবং দলের পরামর্শ বা নির্দেশ ছাড়াই ওই সফর করেছেন। এর ফলেই একদল বিজেপি কর্মী ও সমর্থক তাঁকে ‘দালাল’ বলে কটাক্ষ করে বিক্ষোভ দেখান।

মেদিনীপুর শহরের সিপাইবাজারে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের দরজায় রাত ১০টা নাগাদ তালা ঝুলিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রধান ফটকে দিলীপ ঘোষের একটি ছবি টাঙিয়ে তাতে জুতোর মালা পরানো হয় — যা অত্যন্ত অপমানজনক ও বিরল দৃশ্য। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, দিলীপ ঘোষ এখন আর ‘দলের লোক’ নন, বরং তৃণমূলের হয়ে কাজ করছেন।

এই বিক্ষোভ একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে — দিলীপ ঘোষ কি তাঁর নিজস্ব রাজনৈতিক জমিতে, অর্থাৎ মেদিনীপুরে, প্রাসঙ্গিকতা হারাতে বসেছেন? তিনি একসময় যেভাবে সংগঠন গড়ে তুলেছিলেন, কর্মীদের উদ্বুদ্ধ করেছিলেন, সেই ছায়া আজ মলিন হয়ে যাচ্ছে বলেই মনে করছেন অনেকেই।

এই প্রেক্ষিতে বিজেপির অন্দরে বিদ্রোহ, নেতৃত্বের প্রতি সন্দেহ, ও অভ্যন্তরীণ বিভাজন আবারও সামনে এল। তাৎপর্যপূর্ণ ভাবে, এই ঘটনাটি আসন্ন নির্বাচনী রাজনীতিতে বিজেপির উপর প্রভাব ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে।

 

Related Articles