রাজ্যের খবর

কাঁথির সমবায় ব্যাঙ্কের নির্বাচন নিয়ে বেলাগাম দিলীপ ঘোষ

Dilip Ghosh on Kanthi Co-operative Bank election

Truth Of Bengal:  কয়েকদিন আগে খড়্গপুরে মহিলাদের সম্পর্কে অভব্য মন্তব্য করেন দিলীপ ঘোষ।মেজাজ হারিয়ে মহিলাদের গলা টিপে দেওয়ার হুঙ্কারও দেন বিজেপি নেতা।এমনকি রেলশহরের প্রতিবাদী মহিলারা তাঁকে যখন প্রশ্ন তোলেন,সাংসদ থাকার সময় আসেননি কেন ? তখন তাঁদের বাপবাপন্ত করতেও পিছপা হননি বিজেপির কট্টর নেতা।সেই ঘটনায় গেরুয়া শিবির দিলীপ ঘোষের মুখে লাগাম টানার বদলে তাঁকে সমর্থন করেন শুভেন্দু অধিকারী।আর উস্কানির রাজনীতিতে বাংলা জয়ের স্বপ্ন দেখতে থাকা বিজেপির প্রবীণ নেতা আরও উত্সাহিত হন।তাই তিনি আবারও বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাঁধালেন।

কাঁথির সমবায় ব্যাংকের ভোট কেন্দ্র করে অশান্তিতে তৃণমূলকেই নিশানা করলেন তিনি।দিলীপ ঘোষ একথা বললেও তৃণমূল নেতৃ্ত্ব বলছেন,বাস্তবটা উল্টো।কারণ সমস্ত ক্যামেরায় ধরা পড়ে,খোদ অখিল গিরি আক্রান্ত হন।অখিল গিরি নিজেই অভিযোগ করেন,বিজেপির লোকেরাই বহিরাগত ভোটারদের নিয়ে আসে। ফলে কাঠগড়ায় দাঁড়ায় বিরোধী শিবির।

এরমাঝে গেরুয়া শিবিরের নেতারাই আক্রমণের ধার বাড়াতে গিয়ে বাংলার শান্তির পরিবশকে নষ্ট করছেন না কি ? ছাব্বিশের ভোটের আগে ডিভিডেন্স পাওয়ার আশায় বিরোধীরা কী  বাউন্ডারি পার করে ছক্কা মারার চেষ্টা করছে ।ভাষাসন্ত্রাসকে আঁকড়ে ধরেই কী প্রচারের অস্ত্রে শান দেওয়া হচ্ছে ?   প্রশ্নটা বড় করে উঠতে শুরু করেছে নানা মহলে।

Related Articles